Valobashar SMS | Bangla Valobashar SMS 2021

তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবে। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়।

Valobashar SMS  Bangla Valobashar SMS 2021


ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে।

Valobashar SMS | Bangla Valobashar SMS 2021

ভালোবাসা এমন-ই হয়, কেউ জিতে কেউ হারে। আমি না হয় হারলাম, তোমার সুখের তরে। হয়তোবা তোমায় হারিয়ে কষ্ট পাবো বেশি। তবুও দেখতে পাবো তোমার মুখের একটু হাসি।

প্রতিটি ক্ষণ শুধু তোমায় নিয়ে ভাবি, জানি তুমি অনেক দূরে আছো, তবুও তোমায় কাছে পাওয়া আশায় থাকি। ভালোবাসা এমনই, কখনো কাউকে ভুলে থাকা যায় না, সে যতই দূরে থাকুক ।

হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, হয়তো হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেওয়া যায়, ভালবেসে গেলেই ভালোবাসা পেতে নেই, ভালোবাসা মানেই সুখের পরশ নয়, প্রকৃত ভালোবাসা হয়তো বেদনাতেই হয়।

valobashar kotha sms

নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না, স্বার্থের জন্য কাছে আসে কিন্তু মনের মধ্যে থাকে অন্য আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে দুঃখ দিয়ে কেটে পড়ে।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা।

তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সে কথা বোকার মত বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবীর সব কিছু ঠিক আছে কিন্তু বদলে গেছ তুমি।

valobashar sms bangla lekha

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।

কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও, তবে আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায়, আমায় ডেকো জল মুছে দেবো আমি, যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো, তবে তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।

valobashar sms bangla 2021



কখনো যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে , আমায় ডেকো জল মুছে দেবো আমি , যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও , সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি ।

valobashar koster sms


Kokhono jodi sunnotay sima khuje na pao, amay onuvob koro, poth hoye khuje nibo tomay… jodi koster bisaktotay chokh vije jay jole,,, amay deko, jo muche debo ami. jodi kokhono nirobotar nistobdhe ekakitto onuvob koro, tumi janio dio, so kichu bisorjon diye chute asbo ami.

প্রতিটি ক্ষণ শুধু তোমায় ভাবি , জানি অনেক দূরে আছো তবুও এ আশায় থাকি তোমায় কাছে পাবো । ভালোবাসা এমনই , কখনো কাউকে ভুলে থাকা যায় না সে যতই দূরে থাকুক । হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় , হয়তো হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেওয়া যায়, ভালবেসে গেলেই ভালোবাসা পেতে নেই, ভালোবাসা মানেই সুখের পরশ নয়, প্রকৃত ভালোবাসা হয়তো বেদনাতেই হয় ।

valobashar sms english

protitikkhon sudhu tomay vabi, jani onek dure acho, tobuo a ashay thaki, tomay kache pabo. valobasha emonei, kokhono kauke vule thaka jay na. se jotoi dure thakuk. hariye jaowa manei sesh hoye jaowa noy. hoyto hariye giyeo sukh firiye deya jay. valobese gelei valbasha pete nei. valobasha manei sukher porosh noy. prokito valobasha hoyto bedonatei hoy.

ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারি হবে ।


Valobasha porimaper ekok holo “bissash”. eke oporer proti joto bissash thakbe, tader valobashar palla toto vari hobe.


তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবো । তাতে যদি আমার প্রতি অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয় ।


Tomake valobashata jodi amar paglami hoye thake, tobe tomake na pawa porjonto ami sei paglami kore jabo. tate jodi amar proti oviman hoy, tobe vebe nio valobasha evabei hoy.

Post a Comment

0 Comments