টুং করে শব্দ হয়, ওপাশ থেকে প্রশ্ন ভেসে আসে, কি করা হচ্ছে আজকাল পুড়ছি, পোড়াচ্ছি নিকোটিন, আর তার সাথে পুড়ছে কিছু দুঃসহ সময়, উত্তর এটাই, কিন্তু দেই না কি দরকার? দহনে দহনে দগ্ধ যে হৃদয় তাতে আর আচঁ দেবার? উত্তর দেই ছোট্ট করে, এইতো...
আবেগি ভালোবাসার গল্প
ওপাশ থেকে ভেসে আসে, জানি তুমি ভাল নেই... হুম, ভাল থাকার যে মানুষটা দরকার সে ই তো পাশে নেই, উত্তর এটাই, কিন্তু দেই না কি দরকার? যে নয়ন ছিল ভালবাসার, সে নয়নে অশ্রু ঝড়াবার? উত্তর দেই, প্রশ্নও করি, নাহ, কে বললো?
রোমান্টিক মেসেজ
ওপাশ থেকে ভেসে আসে, ও আচ্ছা। রাত জাগ কেন এত? যে রাতগুলোতে স্বপ্ন বুনতাম তোমাকে সঙ্গী করে, সে রাত যে আর আসে না, তাই। উত্তর এটাই, কিন্তু দেই না কি দরকার? চোখের নিচে কাল দাগের ক্ষেত্রফল বাড়াবার। উত্তর দেই, এক শব্দেই জানিনা. ওপাশ থেকে ভেসে আসে, জানি, আমি সব জানি... উত্তর একটা ছিল, কিন্তু. আর কিছু লিখি না, কি দরকার? দুঃখের বোঝাটা আরো ভারী করবার?
আবেগী লাভ মেসেজ , আবেগি ভালোবাসার গল্প, রোমান্টিক মেসেজ, বৃষ্টির রোমান্টিক মেসেজ, প্রেমিকার জন্য রোমান্টিক কথা, ইমপ্রেস করার মেসেজ, ভালোবাসার গল্প ২০২১, গভীর ভালোবাসার গল্প
0 Comments