ভালোবাসার গল্প কাহিনী । New valobasar golpo 2021

(ভালোবাসার গল্প কাহিনী । New valobasar golpo 2021) প্রিয় মানুষটার সাথে রিক্সায় কিংবা বিকেলের শহর দেখাটা সুন্দর। সুনসান পার্কের বেঞ্চিতে দুজনে বসে কিংবা পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করা, বাদাম-মুড়ি কিনে খাওয়া সুন্দর। দুজনে একসাথে সিনেমা দেখতে যাওয়া সুন্দর। মাঝে মধ্যে উপহার দিয়ে চমকে দেওয়া সুন্দর। চায়ের কাপ হাতে দুজনে রাতের আকাশ দেখাটা সুন্দর। জ্যোৎস্না রাতে কাঁধে মাথা রেখে খালি গলায় গান/কবিতা শোনানো সুন্দর। কারণ ছাড়াই খামখেয়ালীর বশে ন্যাকামী আবদার রাখাও সুন্দর। ঠুনকো রাগ, অভিমান, খুনসুটি...সুন্দর। ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকাটা সুন্দর, মুগ্ধতা। ব্যস্ততার মাঝেও খোঁজখবর রাখাটা প্রশান্তি। একরাশ ক্লান্তি নিয়ে তার সাথে দৈন্যতা, দুরবস্থা, ভবিষ্যৎ...এসব যাপিত জীবনের গল্প করাটা প্রশান্তি। তার মুখের হাসি দেখাটা প্রশান্তি। তৃপ্তি। মুগ্ধতা। ভালোলাগা। 

তবে জীবনের সবচেয়ে বড় সুন্দর, প্রাপ্তি মনে হয় আজীবন প্রিয় মানুষটার পাশে থাকতে পারাটা। সেই মানুষটার সাথে একসাথে থাকাটা! 

ভালোবাসার গল্প কাহিনী । New valobasar golpo 2021


ভালোবাসার গল্প কাহিনী 


চির চেনা সেই গলিটাতে এখনো আমি দাঁড়িয়ে

একলা নই বটে; সে তো আমায় একা ছাড়ে নি 

তাই সঙ্গে করে নিয়ে এসেছি।

তোমার দেওয়া সেই চোখের কোনের এক ফোঁটা জল!!

চিন্তা নেই খুব করে গুছিয়ে রেখেছি, শুধুই কি তাই!

শিশির ভেজা ঘাসে পা ভেজানো থেকে শুরু করে

জোনাকির আলোয় নিজেকে হারিয়ে ফেলা তোমার সাথে,

সবটাই একটু একটু করে যত্ন করে তুলে রেখেছি;

তোমার বলা সেই ছোট্ট চিলেকোঠায়।

অবাক হচ্ছো কেনো??

অগুছালো মানুষটা নিজেকে আজ গুছিয়ে নিতে পেরেছে।

চিৎকার করে মনের কথা বলতে না পারা মেয়েটা কিন্তু 

আজ হাসি মুখে বলতে শিখে গেছি,

      আমি না বেশ ভালো আছি।

জানো তো খুব জানতে ইচ্ছে করে,

দিনগুলো কি মিথ্যে ছিলো নাকি মুহূর্তগুলো?

অনুভূতি গুলো কি সাজানো ছিলো নাকি ঠুনকো?

সবটা কি এতোই সহজ।



New valobasar golpo 2021


তোমায় ভালোবেসে ছাগল উপহার দিয়েছিলাম অথচ তুমি আমার সেই ভালোবাসা প্রত্যাখান করে ছাগল বিক্রি করে দিলে। একটু বারও ভাবলেনা আমি বাবার পকেট মেরে সেই টাকায় তোমায় ছাগল কিনে দিয়েছি৷ হাতাশায় নিমজ্জিত হয়ে জিজ্ঞেস করলাম.... 

-ছাগলটা বিক্রি করে দিলে যে?

--দিয়েছিলে কেন?

-ভালোবেসে দিয়েছিলাম। 

--আমার টাকার প্রয়োজন ছিল তাই বিক্রি করে দিয়েছি। 

-তবে আমায় কেন প্রত্যাখান করলে? আর করেছই যখন ছাগলটা ফেরত দিতে?

--মানুষ ভালোবাসার মানুষকে ফুল দেয় তুমি ছাগল কেন দিলে?

-ছাগলে উন্নতি করে৷ দু'টো তিনটা করে বাচ্চা দেয়, সেগুলো লালন পালন করলে লাভ হয়। 

--আমায় কি রাখাল মনে হয়?

আমি প্রেমিকার কথার জবাব দিলাম কবিতায়,

- 'তুমি হইও মোর রাখাল প্রেমিকা,

আমি ছাগল চরাইয়া রাখব তোমার বদৌলতে! 

ছাগল বালক বড় হইলে বিক্রি করিয়া কিনিব শাড়ি,

বড় করিয়া করিবো ঘর, বড় বানাইবো বাড়ি।'

--ইট’স নট জোক৷ 

-ছাগলের টাকা কবে দিবে?

--ভালোবাসার এই প্রতিদান? 

-কি?

--টাকা চাচ্ছো যে? 

-ছাগলটাতো নেই, বিক্রি করছো। ভালোও তো বাসোনা আমায়! 

--আচ্ছা আমার কাছে টাকা হলে ফেরত দিব। 

আমি তার কথা বিশ্বাস করলাম। অথচ বছর ২ চলে গেলো সে টাকা দিলোনা। আবার তাকে ছাগল কিনে দিলাম, সাথে চিরকুট,

'যতন করিয়া বানাইও বড়, 

আমার দেওয়া এই ছাগল!

অতীতের ছাগল বেচার টেকা না দিলে,

বানাইবো তোমায় পাগল।'

মেয়ে লক্ষ্মী ভীষণ। আমার ভালোবাসা এখনো গ্রহণ করলনা। অথচ পাগল হওয়ার ভয়ে ভয়ে ছাগল পালতে লাগলো। কয়েকমাস পরে ছাগলটা বাচ্চা দিলো। ৪ টা বাচ্চা৷ সে খুশি হয়ে গেলো। মাস ৩ পরে, ৪ টা বাচ্চা বিক্রি করে সে আমার টাক সুদে আসলে ফেরত দিলো। 

একটা সময় পর সে নিজেই ছাগলের খামার দিলো। বাস্তবতার টানাপোড়নে সে বুঝলো, 'প্রেম করার চেয়ে ছাগল পালা ভালো।' 

কারণ প্রেমের মতন এত প্যারা ছাগল পালায় নেই৷ দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষ, পালতে থাকুক ছাগল, চারপাশে মরুক সব প্রেম করা পাগল। 


ভালোবাসার গল্প



আজ নয় কাল বিচ্ছেদ হবে। যদি না মানুষটা আপনার মনের মতো হয়। পৃথিবীতে মানুষ কখনোই পারফেক্ট হয় না। এক জায়গায় না এক জায়গায় খুঁত থাকবেই। তাই বলে মানুষটাকে পুরোপুরি আপনার মনের হত হবে, তা কিন্তু আশা করাটা বোকামী। মানুষটার ও কিছু ব্যক্তিগত স্পেস থাকা দরকার। নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পুরোপুরি রাইট আছে মানুষটার। যদি আপনাকে ভালোবেসে মানুষটা নিজের ইচ্ছেই পূরণ করতে না পারে! যদি মানুষটার স্বাধীনতাই না থাকে! তবে আজ নয় কাল সেই সম্পর্ক ভাঙ্গবে। প্রথম প্রথম এক পক্ষ বিষয়টাকে নিলেও, পরবর্তীতে রোজ লড়াই হবে। কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু ইচ্ছা এবং শখ থাকে। আপনার ভালোবাসার জন্য যদি মানুষটা নিজের সব খুশি নষ্ট করে ফেলতে হয়! তাহলে আপনার মতন প্রিয় মানুষকে জীবনে রেখে কি লাভ?

প্রিয় মানুষ জীবনে থাকবে ঔষধের মতন। যে মানুষটার সংস্পর্শ পেলেই সব রকম রাগ, জেদ, বিষন্নতা এক মুহূর্তেই হাসিতে রুপান্তরিত হয়।যে মানুষটা বরাবরই হৃদয়ে চড়া দামে মূল্যায়ন পাবে। যে মানুষটা তার প্রিয় মানুষকে একটু নিজস্ব স্পেস দেয় নিজের মতো করে চলার জন্য। সেই তো প্রিয় মানুষ। এমন না হয়ে যদি সারাদিন এইটা করো না ওইটা করোনা লম্বা একটা নিষেধাজ্ঞা জুড়ে দেয়, তাহলে আজ যে মানুষটা ছেড়ে যাবে না বলে রোজ প্রতিশ্রুতিবদ্ধ। কাল সে ঠিক চলে যাবে। শেকল অথবা জিঞ্জির দিয়ে ও মানুষটাকে আটকানো যাবেনা। সে চলেই যাবে।

প্রিয় মানুষকে ছাড় দিতে হয়। আপনার প্রিয় মানুষকে আপনারই ক্ষমা করতে হবে। ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে মান অভিমান করে দীর্ঘ সময় দূরে থাকা টিক নয়। মানুষটাকে সবসময় হৃদয়ের খাঁচায় পরম যত্নে লালন করতে হবে। আদর শাসনে মানুষটাকে জীবনে বেঁধে রাখতে হয়। তারপর ও কিছু মানুষ চলে যাবে। কিন্তু যে থাকার সে থেকে যাবে। হাজার অপমান হাজার বার তাড়ালেও সে ছুটে আসবে। কারণ সে আপনারই। তাই বলে অতিরিক্ত ব্যথা দিতে নেই। অতিরিক্ত সব কিছুর ফলাফলই খারাপ হয়। 

(ভালোবাসার গল্প কাহিনী ,New valobasar golpo 2021) যে মানুষটা আপনাকে এতো প্রায়োরিটি আর স্বাধীনতা দেয়। মনে রাখতে হবে অগাধ বিশ্বাস ঢেলে  যে মানুষটা আপনার আপন হতে চায়। সেই মানুষটা যেনো আপনার কোনো ইচ্ছা পূরণে বা কাজে কষ্ট না পায়। তবেই আপনি মানুষটার মনের মানুষ হতে পারবেন। প্রিয় মানুষকে কষ্ট দিয়ে ভালোবাসি বলার চেয়ে বিচ্ছেদ ভালো।


  • ভালোবাসার গল্প কাহিনী ,New valobasar golpo 2021, ভালোবাসার গল্প,ভালোবাসার কষ্টের ছোট গল্প,হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প,বাস্তব জীবনের কষ্টের গল্প 

 

Post a Comment

0 Comments